সমাজ কি বলবে?
পারিবারিক এক বিয়ের অনুষ্ঠান হবে। গায়ে হলুদের প্রোগ্রামে একরকম জোর করে নিয়ে আসা হলো আমাকে। যাই হোক, এক কোণে বসে বসে দেখেছি শুধু। মেয়ে পক্ষ হতে কিছু উপঢৌকন এসেছে, সেগুলো খুলে খুলে দেখছে লোকজন।
কোনো এক ডালা থেকে একটা ফিতা মতন কি যেন দেখা যাচ্ছিল। দেখলাম ওরা সেটা বের করলো, খুবই ইম্পরট্যান্ট কিছু একটা হবে। কান পেতে আছি কি সেটা শোনার জন্য।
- "রাখি দিছে, রাখি! আজকেই পড়াবি জামাইকে? পড়াইলে তো তিনদিনের আগে বিয়ের আগে খোলা যাবে না। এর মধ্যে আবার গোছল-টোছল আছে না?"
আমি আকাশ থেকে পড়লাম! রাখি না হিন্দু বোন তার ভাইকে পড়ায় কি যেন কোন কারণে মনে করতে পারছিলাম না। কিন্তু এটা এই বিয়েতে আসলো কি করে? যতদুর মনে পড়ে আমার এই আত্মীয়-স্বজন তো মুসলিম!
আমার এমন বিভ্রান্তিকর চেহারা দেখে মনে হয় ওরা কিছু বুঝলো।
- "এই যে আসছেন আমাদের হুজুর! তিনি তো আবার এটা সাপোর্ট করবেন না। তাই না?"
না মানে, এটা না আমাদের হিন্দু ভাইবোনদের রীতিনীতি?
- "হইছে! আর শিখাইতে হবে না! এটা এখন বাঙ্গালী সংস্কৃতি! সমাজের সাথে চলতে গেলে এভাবেই পালন করতে হয়। ইসলাম আমাদের অসামাজিক হতে বলে নাই।
কিন্তু এই "বাঙ্গালী সংস্কৃতি"তে তো এইটা দশ বছর আগেও ছিল না। এতো কম সময়ের মধ্যে এটা সংস্কৃতির অংশ হয়ে গেল?
- "তোমাদের মতো কুয়োর ব্যাঙরা বুঝো না কেন? সংস্কৃতি-সমাজ চেঞ্জ হয়। একটা কিছু আসে আবার একটা কিছু যায়। সময়ের সাথে সাথে সেটাই মেনে নিতে হয়।"
আচ্ছা তাহলে সেই চেঞ্জের অংশ হিসেবে ১০ বছর পর যদি এরকম কিছু একটা আসে যে বিয়ের আগে গনেশের মূর্তির সামনে তার আশীর্বাদ নিয়ে বের হতে হবে, সেটাও মেনে নিবেন?
- (রেগে গিয়ে) "তুমি এসব ফালতু কথা কেন বলতেছ? নিজে নিজে বানায় বানায় একটা থিওরি দিলেই হইলো? তুমি তো যেন মনে হয় একদম মসজিদের ভিতরে বিয়া করবা?"
হুম...বলা যায় না, করতেও পারি। এটলিস্ট এসব তো করবোই না ইনশাআল্লাহ।
- "শুনো! বেশী মাতব্বরি দেখাইও না। মসজিদে বিয়ে করা মানা! আমি নিজে দেখছি nTVতে। ডঃ সাইফুল্লাহ "আপনাদের জিজ্ঞাসা"তে বলছে যে মসজিদে বিয়ে না করা উচিত। সেটা পবিত্র যায়গা। সেখানে এসব করে অপবিত্র করার মানে হয় না।"
বিয়ে কি অপবিত্র? নাকি এসব রসম-রেওয়াজ? আচ্ছা, ডঃ সাইফুল্লাহ বলেছেন মসজিদে বিয়ে না করাই ভালো, হারাম তো বলেননি তাই না? আপনি সেটা খুব করে মানছেন। তিনিই যদি এখন বলেন, বিয়েতে এসব রসম রেওয়াজ, গান-বাজনা ইত্যাদি ইত্যাদি কঠিনভাবে হারাম, সেটা মানবেন?
- " না মানে সমাজের সাথে চলতে হলে এসব করতেই হয়। নাহলে লোকে কি বলবে? আত্মীয়-স্বজন বয়কট করবে, বিয়েতে আসবে না। কেমন লাগবে সেটা?"
আমরা তো আল্লাহর বান্দা তাই না? নাকি আত্মীয়-স্বজনদের? আল্লাহকে খুশি করে বিয়েতে তাঁর রহমত-বরকত চাই নাকি আত্মীয়-স্বজনদের খুশি করে তাদের নাচন-কোদন চাই?
আল্টিমেটলি আমাদের যেটা পছন্দ হয় সেটা নিয়েই মহা খুশি। কিন্তু পছন্দ না হলে সমাজের দোহাই দিচ্ছি। নিজের স্বকীয়তা বলতে কিছু কি নেই?